খুলনার কয়রায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অপদ্রব্য পুশকৃত ৩ মন চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ সোমবার (১৮ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ী বাজার লঞ্চঘাট সংলগ্ন স্থান থেকে অপদ্রব্য পুশকৃত ১২০ কেজি চিংড়ি মাছ আটক করেন ৷ এসময় অভিযান টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। জব্দকৃত মাছের বাজার দর আনুমানিক ১ লক্ষ টাকা। পরে চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, খুলনাঞ্চলে অতিরিক্ত মুনাফা লাভের আশায় ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে বিশেষ ব্যবস্থায় চিংড়ি মাছের ভিতরে জেলি জাতীয় বিভিন্ন অপদ্রব্য পুশ করা হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন