শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএনপির জন্য অপেক্ষা করবে নির্বাচন কমিশন: সিইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১:০৮ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিতে বিএনপির জন্য কমিশন অপেক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২০ জুলাই) গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

গত রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। চতুর্থ দিন বিএনপির সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা থাকলেও বিএনপি অংশ নিতে অপারগতা জানিয়েছে।

সকালে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষ সাংবাদিকদের সামনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংলাপে অংশ নিতে বিএনপির জন্য অপেক্ষা করবে কমিশন।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী যে দায়িত্ব নিয়েছি তা পালন করব।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইসির প্রতি সবসময় অনাস্থা আছে আবার নেইও। তবে আমাদের সঙ্গে যারা বসেছেন আমাদের প্রতি তাদের সবার আস্থা আছে।’

সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার, ইসি সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন