শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় অপদ্রব্য পুশকৃত ১৫ মন চিংড়ি জব্দ, দুজনের কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১:৪১ পিএম

খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে জরিমানা ও ২ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। এ সময় জব্দকৃত ১৫ চিংড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার বিকেলে স্থানীয় আঠারমাইল বাজারে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এ সংবাদে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। এসময় ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ইউসুফ আলী গাজী ছেলে মেহেদী হাসান(২৭), মাগুরাঘোনা গ্রামের নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন কুমার মন্ডল(৩৯) ও সাতক্ষীরা সদরের মুনছুর আলীর ছেলে আকিম উদ্দিনকে (৩৮) আটক করেন।

রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মেহেদী হাসানকে ৭ দিনের কারাদণ্ড, মিলন কুমার মন্ডলকে ৩ দিনের কারাদণ্ড ও আকিম উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পুশকৃত ১৫ মণ চিংড়ি হরি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন