সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কেরু চিনিকলে আখচাষিদের ১১দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : আখের মূল্য বৃদ্ধি, ঢলতার টাকা ফেরত, ই-পুঁজি ব্যবস্থা বাতিল এবং শিওর ক্যাশের মাধ্যমে আখ বিক্রির টাকা পরিশোধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সামনে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আখচাষিরা। কেরু চিনিকলের মিলসগেট আখচাষি কল্যাণ সংস্থার আয়োজনে এ মানববন্ধনে আখচাষি অহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি আব্দুল হান্নান. সাধারণ সম্পাদক আব্দুল বারী, আখচাষি আমির হোসেন, আকমত আলী, ওমর আলী, নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় দুই শতাধিক আখচাষির উপস্থিতিতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতি মণ আখের মূল্য ১৫০ টাকা নির্ধারণ, চার বছরে মিলে জমাকৃত ঢলতার ১৬ লাখ ২৩৫ টাকা শতভাগ ফেরত, চিনিকল থেকে দেয়া চাষিদের কুপনে সারা বছর চিনি সরবরাহ, চাষিদের সরবরাহকৃত আখের মূল্য শিওর ক্যাশের পরিবর্তে ক্যাশ ভাউচারের মাধ্যমে চিনিকল থেকে নগদে পরিশোধ, ই-পুঁজির পরিবর্তে কাগজ পুঁজির মাধ্যমে আখ ক্রয়, চিনিকলে চাষিদের সরবরাহকৃত আখ ২৪ ঘণ্টা ওজন করাসহ ১১ দফা দাবি পূরণ করতে হবে। বেধে দেয়া সময়ের মধ্যে আখচাষিদের দাবি পূরণ না হলে ২৮ নভেম্বর ২০১৬-১৭ মাড়াই মৌসুমে উদ্বোধনী অনুষ্ঠান বর্জনসহ চাষিদের উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন। এরপরও চিনিকল কর্তৃপক্ষ আখচাষিদের যৌক্তিক দাবি পূরণে ব্যার্থ হলে আখচাষিরা চিনিকল চত্বরে অনশন ধর্মঘটসহ চিনিকল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে আখচাষিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকল এলাকাসহ দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন