শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় নদী ভাঙ্গন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১১:৫৬ এএম

মাগুরার গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, তার সফরসঙ্গী ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)জনাব মিজানুর রহমান..

মাগুরার শ্রীপুর এবং মহম্মদপুর উপজেলার গড়াই ও মধুমতী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার এক সরকারি সফরে মন্ত্রী জেলার শ্রীপুর উপজেলার গড়াই ও মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সংসদ সদস্য এড, বীরেন শিকদার,, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলম সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে প্রথমে মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা রায়নগর খেয়াঘাট, কালিনগর ঘাট, নাকোল সাহাপাড়া ঘাটসহ শ্রীপুরের বিভিন্ন স্থানের ভাঙ্গন কবলিত বিস্তর এলাকা পরিদর্শন করেন। এ সময় নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন রশিদ মুহীতের সভাপতিত্বে ভাঙ্গন কবলিত এলাকাবাসীর আয়োজনে সাহাপাড়া এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় অচিরেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আস্বাস প্রদান করেন।

এর পর বিকালে প্রতিমন্ত্রী মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদী তীরের হরেকৃষ্ণপুর গ্রামসহ আশেপাশের ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় মাগুরা ২ আসনের সংসদ সদস্য শ্রী বিরেন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী রমানন্দ পাল, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন