শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় কভার্ড ভ্যান উল্টে আহত-৩

পদ্মা সেতু উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৩:৪৯ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কভার্ড ভ্যান উল্টে গিয়ে ৩ জন আহত হয়েছে।
রোববার(২৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী প্রাইমারী স্কুলের সামনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বাসের আহত যাত্রী আজিজুল ফকির(৬০), সৈয়াদুন্নেছা(৬৫) ও কভার্ড ভ্যানের হেলপার নাঈম(২০)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস নং- ঢাকা মেট্রো ব ১৪-৯২৩৪ নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যান নং-ঢাকা মেট্রো ন- ১৭-৭৫৯৬ কে পিছনে জোড়ে ধাক্কা দিলে কভার্ড ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এতে বাসের দুই জন যাত্রী ও কভার্ড ভ্যানের হেলপার নাইম আহত হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং যানজট নিরসন করে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই উৎপল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং যানজট নিয়ন্ত্রন করি। ঘাতক বাসটি আটক করেছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন