বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৮:৪২ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগিয়ে চলছি। আমরা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গর্বের পদ্মা সেতু নির্মাণ করেছি। আমরা মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। আমরা বিরল উপজেলাতে চাহিদার তুলনায় উদ্বৃত্ত মৎস্য উৎপাদন করছি। বিশ্বে মিঠা পানির মৎস্য উৎপাদনে আমাদের যে অর্জন তা সম্ভব হয়েছে সঠিক পরিকল্পনা গ্রহণের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আমরা এগিয়ে চলেছি।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার (অঃ দাঃ) মোঃ আখতারুজ্জামান প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী রাণীপুকুর ইউনিয়নের মুল্লুক দেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রতিমন্ত্রী সকালে বিরল উপজেলার জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তা, ধামইর ইউপি হেড কোয়াটার হতে তারগাঁও ইউপি হেড কোয়াটার পর্যন্ত রাস্তা, রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তা, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তা, ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার বুনিয়াদপুরে বন বিভাগ কর্তৃক তুলাই নদীর ধারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন