বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইয়ো-ইয়ো টেস্টে ক্যাম্প শুরু মারুফাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

দু’একদিনের মধ্যেই জাতীয় দলের ক্রিকটাররা রওয়ানা হবেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আপাতত খালিই পাওয়া যাচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সেই ফাঁকে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের জন্য ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। এতে ডাক পেয়েছেন গত ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারি মারুফা আক্তার। জাতীয় দলের নিয়মিত মুখদের প্রায় সবাই থাকছেন ক্যাম্পে। সব মিলিয়ে ডাকা হয়েছে মোট ২৮ ক্রিকেটারকে। গতকাল ইয়ো-ইয়ো টেস্ট দিয়ে হোম অব ক্রিকেটে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৯ আগস্ট পর্যন্ত।
গত মাসে শেষ হওয়া মেয়েদের প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে মোট ২৩ উইকেট নেন মারুফা। ডানহাতি এই পেসার জিতে নেন টুর্নামেন্টের ‘বেস্ট প্রমিজিং প্লেয়ার’- এর পুরস্কার। প্রিমিয়ার লিগে ভালো করা আরও কয়েক জন ডাক পেয়েছেন ক্যাম্পে। আছেন লিগের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৮ ম্যাচে ১৭ উইকেট নেওয়া অফ স্পিনার সোহেলি আক্তারও।
ক্যাম্পে থাকা ক্রিকেটাররা
মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, সুরাইয়া আজমিম, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, রুবাইয়া হায়দার ঝিলিক, রাবেয়া, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস, ঝর্ণা আক্তার, মারুফা আক্তার, সোহেলি আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, খাদিজা-তুল কুবরা, শারমিন সুলতানা ও শায়লা শারমিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন