শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্যারাগুয়েকে গুড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৯:৪০ এএম

 

প্যারাগুয়েকে গুড়িয়ে দিয়ে নারীদের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রতি আসরের মতো এবারও ফাইনালে উঠলো শিরোপা প্রত্যাশিরা। বুধবার (২৭ জুলাই) প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। আগামী ৩১ জুলাই স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ব্রাজিল।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে শক্তিশালী ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে খেলার ২৮ মিনিটের মধ্যেই প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষ পর্যন্ত সেই দুই গোলই ছিল জয়ের জন্য যথেষ্ট।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে দাপট ধরে রেখেছিল ব্রাজিল। ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়িয়েছেন।

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে খেলা কলম্বিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন