বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরো সহজ হলো

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বিদেশে অবস্থানরত প্রবাসীদের দেশের বাণিজ্যিক ব্যাংকে হিসাব (অ্যাকাউন্ট) খুলতে আগে দূতাবাসের দলিলাদি বা সত্যায়নের বিভিন্ন কাগজপত্র জমা দিতে হতো। এতে ভোগান্তিতে পোহাতে হতো তাদের। তবে এখন থেকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রবাসীদের দূতাবাসের সত্যায়নের কোনো কাগজপত্র লাগবে না। ফলে প্রবাসীদের ব্যাংক হিসাব খোলা আরও সহজ হলো। গতকাল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের হিসাব (অ্যাকাউন্ট) খোলার ক্ষেত্রে তফসিলি ব্যাংকে অন্যান্য বিষয়ের সঙ্গে দলিলাদি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত ছিল। এখন এমআরপি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়ায় ইস্যু করা হয়।

তাই বিদেশে অবস্থানরত প্রবাসীদের হিসাব খোলার ক্ষেত্রে তফসিলি ব্যাংক সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের প্রয়োজন নেই। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন