রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সম্পদ পুনর্মূল্যায়ন মিথুন নিটিংয়ের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্থায়ী সম্পদ (ফিক্সড অ্যাসেটস) পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি মিথুন নিটিং। একই সাথে কোম্পানির দুই সহযোগী প্রতিষ্ঠান টয়ো কম্পোজিটস নিট গার্মেন্টস ও পিওর কটন নিটওয়্যার লিমিটেডেরও সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। আর এ পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন গত ২৪ নভেম্বর কোম্পানির পর্ষদ সভায় অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানির একীভ‚তকরণের সময় থেকে কনসুলেটেড স্থায়ী সম্পদ ছিল ২৯ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৮১৮ টাকা। যার মধ্যে ৩০ জুন পর্যন্ত সময়ে ৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৪১১ টাকা ব্যায় হয়েছে। আর সম্পদ পুনর্মূল্যায়নের পর সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে ২০ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এই উদ্বৃত্ত কোম্পানির আয়কর এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালুর (এনএভি) সাথে ৭ টাকা ৬৬ পয়সা যোগ হবে। এ সম্পদ পুনর্মূল্যায়নে কোম্পানির ২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৯৬৯টি শেয়ার বিবেচনায় রাখা হবে।
এদিকে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদের সঠিক তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন