বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে মরক্কো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

মরক্কোর অগ্নিনির্বাপক কর্মীরা দেশটির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে বুধবার প্রচেষ্টা জোরদার করেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লারাশে প্রদেশে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও যুক্ত হয়েছে। ইতোমধ্যে ১৫টি গ্রাম থেকে নয় শ’রও বেশি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পাশের ফাহস আনজারা এলাকার একটি বনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিচ্ছন্নতা কাজ চলছে। অপর প্রদেশ টাওনাওতে আরো একটি বনের আগুন সম্প‚র্ণ নিয়ন্ত্রণে আসার পথে রয়েছে। যদিও এই আগুনে ৫০ হেক্টর এলাকা পুড়ে গেছে। এছাড়া নিকটবর্তী টেটুয়ান এলাকার প্রায় ১৬০ হেক্টর বনভ‚মি পুড়ে গেছে। গত মধ্য জুলাইয়ে দাবানল শুরুর পর থেকে এ পর্যন্ত চারজন মারা গেছেন। দেশটিতে দাবানলে মোট ১০ হাজার তিন শ’ হেক্টর বনভ‚মি পুড়ে গেছে বলে কৃষিমন্ত্রী মোহাম্মদ সাদিকি জানিয়েছেন। তুলনামূলকভাবে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মরক্কোয় ২৮৫টি দাবানলে দুই সাত শ’ ৮২ হেক্টর বনভ‚মি পুড়ে গিয়েছিল। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন