রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুশফিকের মাথায় বর্ষসেরার ক্যাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

গত ২০ জানুয়ারি ২০২১ সালের জন্য নির্বাচিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেওয়ার সুখবর পান মুশফিকুর রহিম। বাংরাদেশের অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার সাথে ঐ একাদশে জায়গা পান দেশের ক্রিকেটের সবচাইতে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার প্রায় ছয় মাস পর আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন মুশফিক। ২৮ জুলাই (বৃহস্পতিবার) আইসিসির তরফ থেকে বিশেষ ‘ক্যাপ’ বুঝে পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
মহামারীর বাঁধা পেছনে ফেলে গেল বছর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিক। ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচ খেলে এক সেঞ্চুরিসহ করেন ৪০৭ রান। ব্যাটিং গড়ও ছিল দুর্দান্ত, ৫৮.১৪। এছাড়া উইকেটের পেছনে থেকে ৮টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং করে ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরার পথ সহজ করে দেন। এমন পারফরম্যান্সের কারণেই ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে জায়গা করে নেন মুশফিক। বর্ষসেরা একাদশের খেলোয়াড় হিসেবে আইসিসির বিশেষ ‘ক্যাপ’ বুঝে পেয়েছেন এই ক্রিকেটার। ঐ ক্যাপ পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। গেল বছর ৯ ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে ১৭টি উইকেট শিকার করে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পান সাকিব। একই বছরে ১০টি ওয়ানডেতে ১৮টি উইকেট শিকার করে মুস্তাফিজ ছিলেন আইসিসির বর্ষসেরা একাদশের বোলিং ইউনিটের প্রাণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন