শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কিপল্যাংগেটে উগান্ডার ইতিহাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষ ম্যারাথনে সেরা হয়েছেন উগান্ডার ভিক্টর কিপল্যাংগেট। গতকাল গেমসের ম্যারাথনে তিনি ৪২ দশমিক ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন। কিপল্যাংগেট যখন শেষ লেনে পা রাখেন, তখন ভিক্টোরিয়া স্কয়ার যেন পরিণত হয় উৎসবস্থলে। কারণ ২ ঘন্টা ১০ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ম্যারাথনে সোনা জিতে কিপল্যাংগেট যে ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। তিনিই উগান্ডার প্রথম অ্যাথলেট যিনি কমনওয়েলথ গেমস থেকে নিজ দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন। দ্বিতীয় হওয়া তানজানিয়ার অ্যাথলেট ফেলিক্স সিম্বুর সময় লেগেছে ২ ঘন্টা ১২ মিনিট ২৯ সেকেন্ড। ব্রোঞ্জপদক জিতেছেন কেনিয়ার মাইকেল মুগো। এ তিনজনই এবারের গেমসে নিজ নিজ দেশকে প্রথম পদক এনে দিয়েছেন। মেয়েদের ম্যারাথনে সোনালী হাসি হেসেছেন অস্ট্রেলিয়ার জেসিকা স্টেনসন। ২ ঘন্টা ২৭ মিনিট ৩১ সেকেন্ড সময় লাগে তার দৌড় শেষ করতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন