দক্ষিণাঞ্চলে গত একমাসে আরো ৮৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের মধ্যভাগের পরে জুলাই মাসের প্রথম সপ্তাহেই বরিশালে দুজন ও ঝালকাঠীতে আরো একজনের করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে। এনিয়ে ২০২০-এর মধ্য মার্চের পরে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৮১৭ জনে উন্নীত হল। এসময়ে করোনা সংক্রমনে মারা গেছেন ৬৯৩ জন। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলের ৪২ উপজেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ৩৬০ জন। এরমধ্যে গত এক মাসে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪৯৬ ।
গত বছর সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের সংখ্যা হ্রাস পেতে শুরু করলেও জুনের শেষভাগ থেকে তা আবার বৃদ্ধি পায়। এমনকি জুলাইয়ের প্রথম দুদিনেই আরো ৯৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতমাসে মোট আক্রান্ত ৮৭৩ জনের মধ্যে মাসের প্রথম ১৭ দিনেই সংখ্যাটা ছিল ৭০২ জন। তবে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী গত মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সংখ্যা কিছুটা হ্রাস পাবার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে।
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় গত মর্চে ১২০ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও জুন মাসে আক্রান্তের সংখ্যা ১৭১ থেকে জুলাই মাসে তা ৮৭৩ জনে উন্নীত হয়েছে। তবে গত দিন চারেক ধরে আক্রান্তের সংখ্যাটা কিছুটা কমতির দিকে বলেই মনে হলেও এবার বৃষ্টি বিহীন বর্ষা মৌসুমে ভাইরাস জনিত রোগ ব্যাধী নিয়ে চিকিৎসকগন সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন। পাশাপাশি করোনা এখনো দেশ ছেড়ে যায়নি বিধায় মাস্ক ব্যবহার সহ সব ধরনের স্বস্থ্য বিধি অনুসরনের তাগিদে দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞগন। তবে এ অঞ্চলের কোথাও তা লক্ষ্যনীয় নয়।
দক্ষিণাঞ্চলের ৬ জেলার মধ্যে এখনো মহানগরী সহ বরিশাল জেলার অবস্থাই ঝুকিপূর্ণ। বিভাগে সর্বমোট আক্রান্ত ৫৩ হাজার ৮১৭ জনের মধ্যে বরিশাল জেলাতেই ২১ হাজার ৮১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার। আর গত একমাসে দক্ষিণাঞ্চলে আক্রান্ত ৮৭৩ জনের মধ্যে এ জেলাতেই ৪৩৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে মহানগরীতেই প্রায় সাড়ে ৩শ আক্রান্ত হলেও তা নিয়ে নগর প্রশাসনের কোন হেলদোল নেই। জেলায় এপর্যন্ত মৃত ২৩৭ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন ১০৫ জন।
৩১ জুলাই পর্যন্ত গত একমাসে ভোলাতে ১১৭ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৬ জনে। এ দ্বীপ জেলাটিতে ইতোমধ্যে করোনা সংক্রমনে ৯২ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতেও গত এক মাসে ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হলেও কোন মৃত্যু ছিলনা। জেলাটিতে ইতোমধ্যে ৭ হাজার ১৪০ জনের করোনা সংক্রমনের কথা জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফÍর। মৃত্যু হয়েছে ১১০ জনের। পিরোজপুরেও গত একমাসে আরো ৮০ জন সহ এপর্যন্ত ৬ হাজার ৪০২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে মারা গেছেন ৮৩ জন।
দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যুহারের বরগুনাতেও গত একমাসে আক্রান্তের সংখ্যা ৫৯ জন। জেলাটিতে এপর্যন্ত আক্রান্ত ৪ হাজার ৭৪০ জনের মধ্যে মারা গেছেন ৯৯ জন। আর দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠীতে গত মাসে ৯১ জনের করোনা আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে দক্ষিণাঞ্চলের সর্বাধীক আক্রান্ত হারের এ জেলাটিতে ৫ হাজার ৭১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার খবর দিল বিভাগীয় স্বাস্থ্য দফÍর। জেলাটিতে করোনা সংক্রমনে মারা গেছেন ৭২ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন