শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হোসেনপুরে বৈদ্যুতিক টান্সফরমার চুরির হিড়িক

হোসেনপুর(কিশোরগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৭:২১ পিএম


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক টান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার ৩০ জুলাই এক রাতে ৩ স্থান থেকে বৈদ্যুতিক টান্সফরমার চুরি হয়েছে। হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, শনিবার রাতে জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের আনোয়ারুল ইসলামের সেঁেচর ৫কেবিএ, আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের দুলাল মিয়ার বাড়ির (আবাসিক ) ও সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের আবু সাঈদের বাড়ির টান্সফরমারসহ ৩টি টান্সফরমার চুরি হয়েছে। এছাড়াও গত এক মাসে সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের নুরুল ইসলামের বাড়ির একটি,জিনারী ইউনিয়নের হোগলা কান্দি গ্রামের সাহাম্মদ মুন্সির বাড়ির আরেকটি টান্সফরমার চুরি হয়। উপজেলার ৬াট ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় অর্ধ লক্ষাধিক এর উপরে গ্রাহকের অনুকুলে সাড়ে ৪ হাজার টান্সফরমার রয়েছে। সেঁচ মৌসুম ছাড়াই ১৪ কিলোওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিছুদিন যাবৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় অনেক সময় গ্রামাঞ্চলে দীর্ঘক্ষণ সময় বিদ্যুৎ বিহীন হয়ে পড়ার সুযোগে প্রত্যন্ত অঞ্চলে টান্সফরমার চুরির হিড়িক পড়েছে। হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো: মনিরুল ইসলাম জানায়, এসকল চুরির ঘটনায় হোসেনপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন