জিম্বাবুয়ে সফরে সিরিজের প্রথম দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচেই ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছে টাইগাররা। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল নুরুল হাসান সোহানের দল।
জিম্বাবুয়ের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ঝড়ো হাফসেঞ্চুরিতে ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার ৩৩ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। এর আগে এছাড়া মুমিন শাহরিয়ার ৭ এবং এনামুল হব বিজয় ১৬ রান করে ফেরে ফেরেন। এছাড়া আফিফ হোসেন ৩০ ও ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেকের বিষাক্ত স্পিনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় স্বাগতিকরা। দলের পক্ষে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬২ রান করে বিদায় নেন। এছাড়া রায়ান বার্ল করেন ৩২ রান।
জিম্বাবুয়ের পক্ষে আর কোন ব্যাটার বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে সংগ্রহ করে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।
বল হাতে মোসাদ্দেক হোসেন ৪ ওভারে ২০ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ও হাসান নেন একটি করে উইকেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন