শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বড় জয়ে লিগ শেষ আবাহনীর

বারিধারার অবনমন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

বড় জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছে রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হল বারিধারার। ২২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে ১১ তম অবস্থানে থাকায় চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হতে হয়ে গেল এই দলটি। চ্যাম্পিয়নশিপ লিগে অবনমনে যাওয়া আরেক দল স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গি হল তারা। ঢাকা আবাহনীর হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ হ্যাটট্রিকসহ চার গোল করেন। ১৮, ২৩, ৪০ ও ৭৩ মিনিটে গোল চারটি করেন তিনি। বাকি গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল আগস্তো। বারিধারার হয়ে দুই গোল শোধ দেন মারুফ ও ফজিলভ।
অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। এই জয়ে মুক্তিযোদ্ধা রহমতগঞ্জের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে নবম স্থান থেকে লিগ শেষ করল। সাইফ স্পোর্টিং হারলেও তাদের তৃতীয় স্থান সুসহংতই রয়েছে। মুক্তিযোদ্ধার হয়ে তেতসুয়াকি, সুদি আবদুল্লাহ ও ওবায়েদুর রহমান নবাব একটি করে গোল করেন। সাইফের হয়ে নাইজেরিয়ান এমফোন উদো এক গোল শোধ দিলেও বাকি গোলটি আসে মুক্তিযোদ্ধার আত্মঘাতির মাধ্যমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন