বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস ডিসিপ্লিনে দলগত ইভেন্টে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্যায়ের ম্যাচে দূর্বল ফিজি ও গায়ানার বিপক্ষে জিতলেও কোয়ার্টার ফাইনালে ভারতীয়দের বিপক্ষে লজ্জার মেনে নিয়েছেন বাংলাদেশের হৃদয় ও রামহিম। গতকাল বার্মিংহামের ন্যাশনল এক্সিবিশন সেন্টারের ৩ নং হলে শেষ আটের খেলায় ভারত সরাসরি ৩-০ গেমে হারায় বাংলাদেশকে। পরাজয়ে যেমন আছে হতাশা, তেমনি করে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে ওঠাটা বাংলাদেশের টেবিল টেনিসের জন্য বড় ইতিহাস। সেই ইতিহাসকে ধারন করে আগামীর স্বপ্ন দেখছেন খেলোয়াড়রা। ভাল মানের কোচ এবং বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে ২০২৬ কমনওয়েলথ গেমসে পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা। খেলা শেষে ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর এমনটাই জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন