শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইমেন’স ইউরোর চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:৩৬ এএম | আপডেট : ১২:৪৯ এএম, ১ আগস্ট, ২০২২

৫৬ বছরের শূন্যতা ঘুচিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ড। ফুটবলে একটা বড় শিরোপার জন্য ইংলিশদের হাহাকার অনেক বছরের। অবশেষে, নারীদের হাত ধরে সাড়ে পাঁচ দশকের সেই খরা কাটল। উইমেন’স ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মহাদেশ সেরার মুকুট পরল ইংল্যান্ড।

উইমেন’স ইউরোর ফাইনালে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ড। রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টুর্নামেন্টের সফলতম দল জার্মানি। জমজমাট এই ফাইনালে মাঠে উপস্থিত প্রায় আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা গোল শুন্য।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে স্বাগতিক ইংল্যান্ড। অবশেষে খেলার ৬২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে ৭৯ মিনিটে খেলায় সমতা ফেরায় শক্তিশালী জার্মানি। ফলে নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে ড্র থাকায় ফাইনাল গড়ায় অতিরিক্ত মিনিটে।

অবশেষে খেলা ১১০ মিনিটে ফের এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত জার্মানির রেকর্ড থামিয়ে বিশ্বকাপের স্বপ্ন পুরোণ হয় ইংল্যান্ড নারীদের।

এর আগে প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে আটবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে জার্মানরা। এবারই প্রথমবারের মতো মুকুট পরলো ইংল্যান্ড।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন