রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে সিনেস্টার ফোরাম ও শিল্পী সমিতির মতবিনিময়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:২৭ এএম

বাংলাদেশ সিনেস্টার ফোরামের আহবানে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় সিনেস্টার ফোরামের কার্যলয়ে উভয় সংগঠনের নেতৃবৃন্দ মিলিত হন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, যুগ্ম সম্পাদক সাইমন, সাংগঠনিক সম্পাদক শাহনূর, অর্থ সম্পাদক যাদু আজাদ, নায়ক রিয়াজ, ইমন, ডি এ তায়েব প্রমুখ। মতবিনিময় সভায় চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে তারা কথা বলেন। বাংলাদেশ সিনেস্টার ফোরামের সভাপতি চলচ্চিত্র ব্যক্তিত্ব শফি বিক্রমপুরী বলেন, চলচ্চিত্র শিল্পকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য সকলের আন্তরিক প্রয়াস থাকা দরকার। এজন্য নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে একই প্ল্যাটফর্মে আসতে হবে। যারা সিনিয়র শিল্পী-কুশলী তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আমরা সংগঠনের মাধ্যমে আমাদের দরিদ্র শিল্পী-কুশলীদের পাশে দাঁড়াতে চাই। সমবেতভাবে সবাই এগিয়ে আসলে সবই করা সম্ভব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা শিল্পীরা সবার সঙ্গে সমানভাবে কাজ করে যেতে চাই। শিল্পীরা জাতির বিবেক, তাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। আমরা সে সব দায়িত্ব ও কর্তব্য পালন করতে চাই। কিন্তু সময়ের প্রয়োজনে অনেক শিল্পী গা ভাসিয়ে দিয়ে চলেন। এটা খুই দুঃখজনক ঘটনা। উল্লেখ্য, নায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ সিনেস্টার ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আগামী ৩ সেপ্টেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি প্রজেকশন হলে বাংলাদেশ সিনেস্টার ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন