বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত অংশ নেয়া সাত ডিসিপ্লিনের মধ্যে ছয়টিতেই চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বাকি আছে কুস্তি। এই ডিসিপ্লিনের খেলা শুরু হবে আগামীকাল। ইতোমধ্য শেষ হওয়া টেবিল টেনিসে নৈপুন্য দেখাতে ব্যর্থ বাংলাদেশ। বক্সিংয়েও হেরেছেন লাল-সবুজের বক্সাররা। টেবল টেনিসের দলগত ইভেন্টে দুর্বল প্রতিপক্ষ পেয়ে জিতলেও শক্তিশালী ভারতের কাছে ধরাশায়ী বংলাদেশ।
তবে গতকাল এই ডিসিপ্লিনের নারী এককে প্রথম খেলাতেই জয় পেয়েছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড়। সোনম সুলতানা সোমা ৪-০ সেটে সলোমন আইল্যান্ডের কোনি সিফিকে হারান। প্রথম তিন সেটে সোমার কাছে পাত্তাই পায়নি কোনি সিফি। ১১-১,১১-৬ ও ১১-২ গেমে জিতেন সোমা। চতুর্থ গেমে কোনি সিফি কিছুটা প্রতিদ্বন্ধিতা গড়লেও শেষ পর্যন্ত চতুর্থ গেম ১১-৯ পয়েন্টে জিতে প্রথম জয় তুলে নেন সোমা। তবে ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি সোমা। প্রথম ম্যাচে কোমরে টান লেগেছিল তার। বাংলাদেশ টিটি দলের দলনেতা হাসান মুনীর সুমন বলেন, ’সোমার খেলা চলাকালে দলের সাথে কোন ডাক্তার ছিলেন না। সেজন্য আমি সোমাকে স্থানীয় ফিজিওর কাছে নিয়ে যাই। কিন্তু তাকে আর খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। ইনজুরড হওয়ায় কানাডার ক্যাথারিনকে ওয়াকওভার দিতে বাধ্য হয় সোমা।’
নারী এককের দ্বিতীয় ম্যাচে সাদিয়া রহমান মৌ ভানুয়াতুর খেলোয়াড় আবেল রোয়ান্নাকে ৪-০ সেটে হারিয়ে তৃপ্তির ঢেঁকুর তুললেও দ্বিতীয় ম্যাচে তিনি ৪-০ সেটে হারেন নাইজেরিয়ার ইস্তাহেরের কাছে হারেন।
এদিকে পুরুষ এককে মালদ্বীপের আহমেদ মুছা মুনসিভকে তীব্র লড়াইয়ের পর ৪-৩ সেটে হারান বাংলাদেশের রিফাত সাব্বির। তবে দ্বিতীয় খেলায় ঘানার ডেরেক আবরিফার কাছে ৪-০ সেটে হেরে বিদায় নেন সাব্বির। এছাড়া রামহিম লিয়ন প্রথম খেলায় ০-৪ সেটে বিধ্বস্ত হন নর্দান অ্যাইল্যান্ডের ক্যাথচার্টের কাছে। ৩-১১, ৫-১১, ২-১১ এবং ৮-১১ ব্যবধানে চার সেটেই হার মানেন রামহিম। দ্বিতীয় খেলায়ও গায়নার সীমার ব্রিটনের কাছে ৪-১ সেটে হারেন।
এদিকে হেরেই বিদায় নিলেন বাংলাদেশের বক্সার হোসেন আলী। বার্মিংহাম ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের চার নাম্বার হলে হোসেন আলী ০-৫ উইন পয়েন্টে হারেন উগান্ডার আইজ্যাক কিবিরার কাছে। ওয়েল্টারওয়েটে হোসেন আলী কোন প্রতিরোধই গড়তে পারেননি। এর মধ্যদিয়ে না প্রাপ্তির হতাশা নিয়েই শেষ হলো বংলাদেশের বক্সিং। গত সোমবার ফেরারওয়েটে সেলিম হোসেন ভারতের হুসামউদ্দিনের কাছে নকআউট হন। লাইট ওয়েল্টার ওয়েটে সুরকৃষ্ণ চাকমা রিংয়ে নামতে পারেননি উচ্চরক্তচাপ থাকায়।
পদক তালিকার শীর্ষ দশ
দেশ স্বর্ণ রৌপ্য তা¤্র মোট
অস্ট্রেলিয়া ৪২ ৩২ ৩২ ১০৬
ইংল্যান্ড ৩১ ৪৩ ২১ ৮৬
নিউজিল্যান্ড ১৩ ৭ ৬ ২৬
কানাডা ১১ ১৬ ১৯ ৪৬
দ.আফ্রিকা ৬ ৫ ৫ ১৬
ভারত ৫ ৫ ৪ ১৪
স্কটল্যান্ড ৩ ৮ ১৫ ২৬
ওয়েলস ৩ ২ ৮ ১৩
মালয়েশিয়া ৩ ২ ৩ ৮
নাইজেরিয়া ৩ ১ ৪ ৮
* গতকাল রাত ৯টা পর্যন্ত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন