শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ার ধুনট পৌর বিএনপির ৯ ওয়ার্ড কমিটি বাতিল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম

নিয়মতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ধুনট পৌর বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ট ) দুপুরে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধুনট উপজেলা এবং পৌর বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম কমিটিগুলো
বাতিলের ঘোষণা দেন।
এসংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, তিনি
( এ্যাডভোকেট সাইফুল ) ধুনটের দায়িত্ব প্রাপ্ত
। অথচ তাকে কিছু না জানিয়েই ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন নিজেদের খেয়াল
খুশিমতো ৯ টি কমিটি গঠন করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট
করেছেন।
বিষয়টি অগ্রহনযোগ্যা হওয়ায় কমিটি বাতিল
করা হয়েছে। তবে ধুনট পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পক্ষের সমর্থকরা জানিয়েছেন জেলা আহ্বায়কের স্বাক্ষর ব্যতিত কিভাবে কমিটি বাতিল হয় ?
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র বিএনপি নেতা এ প্রসঙ্গে বলেন, যেহেতু এ্যাড
সাইফুল ইসলাম ধুনটের দায়িত্ব প্রাপ্ত নেতা
কাজেই তিনি নিজ ক্ষমতা বলেই সেটা করতে
পারেন।
অনেকেরই অভিমত এধরণের ঘটনা দলের জন্য বিব্রতকর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন