শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্কুল কমিটি বাতিলের দাবি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লার দাউদকান্দির মোল্লাকান্দি লাল মিয়া পাইলট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে স্কুলের অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণ স্কুলের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধনে অভিভাবকবৃন্দ কমিটি বাতিল এবং দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান এবং নিয়োগ পরীক্ষা ব্যতীত বিভিন্ন সময়ে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কিভাবে থাকেন তাও আমাদের জানা নেই। মানববন্ধন শেষে স্কুলের কমিটির বিরুদ্ধে করা অভিযোগের তদন্তকারী উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামানের কাছে অভিভাবকরা লিখিত ও মৌখিক অভিযোগপত্র দাখিল করেন। বিক্ষোভ সমাবেশে পদুয়া ইউপি চেয়ারম্যান এ কে এম মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মোল্লাকান্দি লাল মিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের কমিটি গঠন নিয়ে এই অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। এবং একটি সুস্থ্য ও অবাদ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করে মোল্লাকান্দি লাল মিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার দাবি জানাচ্ছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক নজরুল ইসলাম, মহসিন, সাইফুল মেম্বার, ফজলু মুন্সি, সেলিম মেম্বার, আব্দুল করিম প্রমুখ। তদন্ত কর্মকর্তা সারোয়ার জামান জানান, তদন্ত চলছে সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে, ২/১ দিন পরে এ বিষয়ে তদন্ত প্রতিবেন দাখিল করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন