শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ব্যর্থতায় শেষ টেবিল টেনিস

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৭:৪৯ পিএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস (টিটি) ডিসিপ্লিনে ভালো শুরুর পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই ডিসিপ্লিনের মিক্সড ডাবলসে বৃহস্পতিবার বাংলাদেশের মুহতাসিন হৃদয়-সাদিয়া রহমান মৌ জুটি ৩-০ সেটে হারে মরিশাসের যোগরাজা অখিলেন-জালিম নন্দশ্রী জুটির কাছে। মুফরাদুল হামজা ও সোনম সুলতানা সোমা জুটি খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার কোগিল থিও-এমফাঙ্গা জোডোয়ার বিপক্ষে। সোমা অসুস্থ থাকার কারণে এই ইভেন্টে দক্ষিণ আফ্রিকাকে ওয়াকওভার দেয় বাংলাদেশ।

এর আগে বুধবার রাতে পুরুষ এককের খেলায় বাংলাদেশ টিটি দলের রিফাত সাব্বির ৪-০ সেটে হেরে যান ঘানার ডেরেক আব্রেফার কাছে। এছাড়া মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হারেন পাকিস্তানের ফাহাদ খাজার বিপক্ষে। তিনি একই ব্যবধানে হেরে যান গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন