শেরপুরে ভেকু মেশিন দিয়ে খনন করা গর্তের জমা পানিতে ডুবে সাজু (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর কড়ইতলি এলাকায় ওই ঘটনা ঘটে। সাজু মিয়া ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে হিটলার নামে এক ব্যক্তির খনন করা ওই গর্তের নিকট খেলা করার সময় আকস্মিকভাবে গর্তের পানিতে পড়ে ডুবে যায় সাজু। ওইসময় প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিজয় সাহা তাকে মৃত ঘোষণা করেন।
কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন