বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রুমকি, রাকিবুলও চরম ব্যর্থ

জাহেদ খোকন, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ধারাবাহিক ব্যর্থতার মধ্যদিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসর অ্যাথলেটিক্স শেষ করলো বাংলাদেশ। আসরের সপ্তম দিনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন লাল-সবুজের হাই জাম্পার উম্মে হাফসা রুমকি ও স্প্রিন্টার রাকিবুল হাসান। গতকাল বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে গেমসের নারী হাই জ্যাম্পের বাছাই পর্বে অংশ নিয়ে রুমকি নয়জনের মধ্যে সবার শেষে জায়গা পান। অন্যদিকে পুরুষ ২০০ মিটার স্প্রিন্টের হিটে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন সদ্য করোনাভাইরাস মুক্ত হওয়া রাকিবুল হাসান। এদিন স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) আলেকজান্ডার স্টেডিয়ামে রুমকি নিজের ইভেন্টে খেলতে নেমে গ্রুপ ‘এ’ তে ১.৬৬ মিটার উচ্চতায় লাফিয়ে প্রথম ধাপ পাড় হন। কিন্তু পরের ধাপে ১.৭০ উচ্চতায় লাফাতে ব্যর্থ হয়ে আসর থেকে ছিটকে পড়েন তিনি। বাছাই পর্বে রুমকি ১৮জনের মধ্যে ১৮তম হন। নাইজেরিয়ার সিমবিয়াত আদেসিনা ১.৮১ মিটার লাফিয়ে এই গ্রুপে সেরা হন। করোনামুক্ত হয়ে এই ভেন্যুতে ইংল্যান্ড সময় দুপুর ১২টায় ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াতে নামেন রাকিবুল হাসান। ৩ নং হিটের ২ নং লেনে দৌঁড়ে ২২.৪৬ সেকেন্ড সময় নিয়ে থামেন তিনি। রাকিবুল ৫৭ জনের মধ্যে ৪৯তম স্থান পান। এই হিটের সেরা ইংল্যান্ডের জার্নেল হিউজ ২০.৩০ সেকেন্ড সময়ে দৌঁড় শেষ করেন। নিজের ইভেন্ট শেষ করে রাকিবুল বলন,‘ এটা আমার আন্তর্জাতিক কোন আসরে প্রথম মিট। এখানে বিশ^মানের স্প্রিন্টারদের সঙ্গে দৌঁড়াতে পেরে খুব ভালো লেগেছে। যেহেতু প্রথম মিট তাই দারুণ অভিজ্ঞতা হলো। প্রথম বলে ভালো কিছু আশা করা যায় না। পরের বার ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
১০০ মিটার স্প্রিন্টে আগের দিন গেমসের পুরুষ ১০০ স্প্রিন্টে শ্রীলঙ্কান অ্যাথলেট আবেকন ব্রোঞ্জপক জিতেছেন। কিন্তু বাংলাদেশের প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান হিটের গন্ডিই পেরুতে পারেননি। বিষয়টা কিভাবে দেখছেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ অ্যাথলেটিক্সের পার্থক্য কোথায়? এমন প্রশ্নের উত্তরে রাকিবুল বলেন, ‘সুযোগ-সুবিধা শ্রীলঙ্কার মতই আমাদের দেয়া হয়। তবে সমস্যা হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প করতে পারিনা। কোনো একটা গেমসকে টার্গেট করে কমপক্ষে বছরব্যাপী ক্যাম্প হতে হবে। গেমের আগে মাস নয় পুরো বছর ধওে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাহলেই আমরা ভালো কিছু উপহার দিতে পারবো জাািতকে। অবশ্য কমনওয়েলথ গেমসকে সামনে রেখে এবার আমাদের দীর্ঘমেয়াদী ক্যাম্প হয়েছে। এই ক্যাম্প চালু থাকলে ইনশাআল্লাহ আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো কিছু হবে।’ তিনি যোগ করেন, ‘আমাদেরও ইচ্ছে করে পদক জিততে। দোয়া করবেন সামনে যেন আল্লাহ ইচ্ছাপূরণ করেন। ইনশাআল্লাহ আমরা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’
বার্মিংহামে এসেই করোনা পজিটিভ হয়েছিলেন রাকিবুল হাসান। ফলে গত ২ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিতে পারেননি তিনি। কয়েকদিন আইসোলেশনে থেকে করোনামুক্ত হয়েই ২০০ মিটার খেলতে নেমেছিলেন এই অ্যাথলেট। এ প্রসঙ্গে রাকিবুল বলেন, ‘সুস্থ অবস্থাতেই দেশ ত্যাগ করেছিলাম। বার্মিংহামে এসে কিভাবে পজিটিভ হলাম, বুঝলাম না। ভাবছিলাম হয়তো বা গেমসে খেলা হবে না আমার। এত কষ্ট করেছি, সর্বোচ্চ সুবিধা ভোগ করেছি, তারপরও এখানে এসে যদি খেলতেই না পারি তাহলে সবকিছুই বৃথা হবে। আল্লাহর রহমতে নেগেটিভ হয়ে খেলার সুযোগ পেলাম। নেগেটিভ হওয়ার পরের অনুভূতিটা আলাদা। এতবড় একটা গেমসে আমি খেলতে পারবো- এটা ভেবে শিহরিত ছিলাম।’ শেরপুর নকলার সন্তান রাকিবুল সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে ভবিষ্যতে দেশকে সম্মান এনে দিতে পারেন।
এদিকে বুধবার রাতে পুরুষ হাই জাম্পে নিজের মৌসুম সেরা পারফরম্যান্স করেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। তিনি খেলতে নেমে ২.১০ মিটার উচ্চতায় লাফিয়ে ১৩ প্রতিযোগির মধ্যে এগারোতম স্থান পান। ২.২৫ মিটার উচ্চতায় লাফিয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ব্রেন্ডন স্টার্ক বার্মিংহামে জিতেছেন রৌপ্যপদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন