বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

লিটনের হাফসেঞ্চুরি, বাংলাদেশ ১৫৩/১

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ৩:২৯ পিএম

টি-টোয়ন্টিতে সিরিজ হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে স্বরূপে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৩ রান।

তামিম ইকবাল ব্যক্তিগত ৬২ রানে সিকান্দার রাজার বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন। তবে ওপেনার লিটন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। লিটন ৬৮ ও বিজয় ১৫ রান নিয়ে অপরাজিত আছেন।

শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। হারের স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা হেরেছিল সেই ২০১৩ সালে। এরপর থেকে টানা ১৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজও জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তামিমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন