বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কলিং ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। খবর : দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।
এর আগে বৃহস্পতিবার বিদেশি কর্মী নিয়োগে ঘুষ দুর্নীতির অভিযোগে কথিত সিন্ডিকেটের মূলহোতা বেস্টিনেটের প্রধানসহ আটজনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসিসি বা এসপিআরএম।
বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরাতন আইন সংশোধন করে একটি আধুনিক যথোপযুক্ত পদ্ধতি নির্ধারণ করার জন্য এই সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে। আইন সংস্কারের পর ১ সেপ্টেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কার করে নতুন আবেদন পদ্ধতি নির্ধারণের পর তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে। এর আগে বিষয়টি নিয়ে যথাযথ পর্যালোচনা করা হবে।
এছাড়া ১৪ আগস্টের মধ্যে করা আবেদনগুলো গ্রহণ করে তা ৩১ আগস্টের মধ্যে সাবমিট সম্পন্ন করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়। এছাড়া গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, বিবাহিত মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব সুবিধা বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য হবে কি না তা পরিষ্কার করে বলা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন