শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুস্তিতেও ব্যর্থ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৯ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আগের ছয় ডিসিপ্লিনের সঙ্গে এবার কুস্তিতেও চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। গতকাল বার্মিংহামের কোভেন্ট্রি অ্যারেনায় শুরু হওয়া গেমসের কুস্তি ডিসিপ্লিনে একই দিন হেরে বিদায় নিয়েছেন লাল-সবুজের চার কুস্তিগীর। এদিন পুরুষদের ১২৫ কেজি ওজন শ্রেনীতে জ্যামাইকার অ্যারন জনসনের কাছে ০-১১ পয়েন্টে হারেন বাংলাদেশের লিটন বিশ্বাস। ৮৬ কেজিতে সিয়েরালিয়েনের সেকু কাসের্গবামার কাছে আব্দুর রশিদ হাওলাদার প্রথম রাউন্ডে হেরেই বিদায় নেন। নারীদের ৬২ কেজিতে ১০-০ পয়েন্টে ক্যামেরুনের ইটানে’র কাছে হেরে গেমস থেকে ছিটকে পড়েন বাংলাদেশের দোলা খাতুন। ফলে সাঁতার, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, বক্সিং ও ভরোত্তোলনের পর কুস্তিতেও নিজেদের সামর্থ্য দেখিয়ে জাতিকে লজ্জা দিলেন লাল-সবুজের কুস্তিগীররা।

কমনওয়েলথ গেমস পদক তালিকার শীর্ষ ১০
দেশ স্বর্ণ রৌপ্য তাম্র মোট
অস্ট্রেলিয়া ৫০ ৪২ ৪১ ১৩৩
ইংল্যান্ড ৪৩ ৪৪ ৩২ ১১৯
কানাডা ১৭ ২০ ২২ ৫৯
নিউজিল্যান্ড ১৬ ১০ ১১ ৩৭
স্কটল্যান্ড ৭ ৮ ১৯ ৩৪
দ.আফ্রিকা ৭ ৭ ৮ ২২
ভারত ৬ ৭ ৭ ২০
নাইজেরিয়া ৫ ৩ ৫ ১৩
ওয়েলস ৪ ৪ ১০ ১৮
মালয়েশিয়া ৪ ৩ ৩ ১০
*গতকাল রাত ৯টা পর্যন্ত

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন