বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি এখন তার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। পৃথিবীতে সন্তানের আগমনকে কেন্দ্র করে কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মাসেই তার সন্তানের আগামনের সম্ভাব্য তারিখ চিকিৎসকরা নির্ধারিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ২৮ আগস্ট তার পুত্র সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীমনি অনাগত সন্তানের পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। প্রায় প্রতিদিনই নিজের ফেসবুকে তার তথ্য দিচ্ছেন। তিনি জানান, চিকিৎসক জানিয়েছেন, গর্ভের সন্তান সুস্থ আছে। নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন