শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৭৫ বছর বয়সে স্বর্ণজয়!

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

৭৫ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ওয়ালসের জর্জ মিলার। শুক্রবার বি২/বি৩ মিক্সড পেয়ার বোলস ইভেন্টে মিলানি ইনেস, রবার্ট বার এবং সারা জ্যান ইয়ংকে সঙ্গী করে ওয়েলসকে ১৬-৯ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জয়ের সঙ্গে ইতিহাসও গড়েলেন মিলার। তিনি এখন কমনওয়েলথ গেমসে সবেচেয়ে বেশি বয়সী অ্যাথলেট হিসেবে স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন। এবারের গেমসে তার আগে বেশি বয়সী অ্যাথলেট হিসেবে স্বর্ণ জিতেছিলেন স্কটিশ তারকা রোজামেরি লেন্টন। মেয়েদের প্যারা ওমেন্স পেয়ারে ৭২ বছর বয়সে লেন্টনের স্বর্ণ জয়ের দু’দিন পরই ইতিহাসের পাতায় নাম ওঠে মিলারের। কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে এই বয়সে সোনা জয়টি তার কাছে অবিশ^াস্য,‘এক বছর আগেও আমি স্বপ্ন দেখিনি এখানে আসব। একটি ফোন কলই আমি চেয়ার থেকে ওঠে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই যে খেলব। সবকিছুই স্বপ্নের মতো ছিল। এখন তো স্বপ্নপূরণ করেই বার্মিংহাম থেকে যাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন