বৃহস্পতিবার ১০ অক্টােবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ০৬ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবাহনীর বাদশা এখন বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

ঢাকা আবাহনী ছেড়ে নতুন ঠিকানায় গেলেন ঢাকা আবাহনীর টুটুল হোসেন বাদশা। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে ঠিকানা গেড়েছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে একথা জানিয়েছেন বাদশা নিজে। তার কথায়, ‘অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলাম ২০১২ সালে। ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। সর্বশেষ লিগ পর্যন্ত টানা আবাহনীতে ছিলাম। আমি পরবর্তী মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি।’
কাগজ-কলমে দল বদল শুরু না হলেও নতুন মৌসুমের জন্য বড় কয়েকটি ক্লাব এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে। জানা গেছে, গত চার মৌসুমের মতো এবারও সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস। দেশীয় খেলোয়াড় দিয়ে এবারও দলটি তাদের একাদশ ও রিজার্ভ বেঞ্চ শক্ত করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন