শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইন্ডিজের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের উড়ন্ত সূচনার উপর ইনিংস টেনে নিলেন রিশভ পান্ত, সঞ্জু স্যামসনরা। শেষ দিকে ক্যামিও খেললেন আকসার প্যাটেল। তাতে বড় পুঁজি পেয়ে যায় ভারত। যা টপকাতে গিয়ে নিকোলাস পুরান-রভম্যান পাওয়েলের ছোট্ট ঝড় ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে যেন কিছু নেই। গতপরশু রাতে ফ্লোরিডায় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি হলো একপেশে। আগে ব্যাটিং পাওয়া ভারতের ১৯১ রানের জবাবে ক্যারিবিয়ানরা করতে পেরেছে কেবল ১৩২ রান। ৫৯ রানের বড় জয়ের সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও নিশ্চিত করেছে ভারত। গতকাল রাতে একই ভেন্যুতে পঞ্চম ও শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।
এদিন বিরূপ আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। তবে কাটা পড়েনি ওভার। টস হেরে নামা ভারতীয় ব্যাটসম্যানদের ঝড়ে সবচেয়ে বড় অংশটা যায় ম্যাককয়ের উপর দিয়ে। ৪ ওভারে তিনি দেন ৬৬ রান। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা সবচেয়ে খরুচে বোলিং। এর আগে ৪ ওভারে সবচেয়ে খরুচে বোলিং ছিল কিমো পলের; ২০২০ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান দিয়েছিলেন এই অলরাউন্ডার।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম সাত ব্যাটসম্যানের ৬ জনই যান দুই অঙ্কে। তবে কেউ বড় করতে পারেননি ইনিংস। ক্যারিবিয়দের আটকে দিতে আর্শ্বদীপ সিং ১২ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রবি বিষ্ণুই ২৭ রানে নিয়েছেন ২ উইকে। ১৭ রানে ২ উইকেট পেন পেসার আবেশ খান। ৪৮ রান দিলেও ২ উইকেট পেয়েছেন আকসারও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন