শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতকে কাঁদিয়ে কমনওয়েলথেও সেরা অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারী দল। অপ্রতিরোধ্য দলটির বিজয় নিশান উড়ল এবার কমনওয়েলথ গেমসে। উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে হারিয়ে এখানেও শ্রেষ্ঠত্ব ম্যাগ লেনিংয়ের দলের। গতপরশু রাতে বার্মিংহামে শেষ ওভারে গিয়ে ভারতকে ৯ রানে হারিয়ে সোনা জিতে নেয় অস্ট্রেলিয়া। রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। সোনার পদকের ম্যাচের আগে স্বাগতিক ইংলিশ মেয়েদের আশা গুঁড়িয়ে ৮ উইকেটের জয়ে ব্রোঞ্জ জিতে নেয় নিউজিল্যান্ড।

এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ২০ ওভারে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত থামে ১৫২ রানে। অজিদের জয়ে মূল ভূমিকা ওপেনার বেথ মুনির। ৪১ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তিনি। অধিনায়ক লেইনিং ২৬ বলে করেন ৩৬, এছাড়া আসিলেহ গার্ডনার ১৫ বলে ২৫ করেন। রান তাড়ায় ভারতের বাজে শুরুর পর দলকে টেনেছিলেন হারমানপ্রিত কাউর। ভারত কাপ্তান ৪৩ বলে ৭ চার, ২ ছক্কায় করেছিলেন ৬৫ রান। কিন্তু এরপর আর কেউ হাল ধরতে পারেননি। অস্ট্রেলিয়ার গার্ডনার ১৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং কাবু করে দেন।
২৪ বছর পর কমনওয়েলথ গেমসে কোনো ক্রিকেট ইভেন্ট দেখা গেল এবার। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে ছেলেদের ক্রিকেট ছিল। সেবার স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার সোনা জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা। দুই যুগ পর ক্রিকেট ফেরার আসরে এবার ছিল শুধু মেয়েদের ক্রিকেট। টি-টোয়েন্টি সংস্করণে সুযোগ পেয়েছিল ৮ দল, বাছাইপর্বের ফাইনাল হেরে যাওয়ায় তাতে সুযোগ মেলেনি বাংলাদেশের মেয়েদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন