জালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থলে হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্র লীগের কর্মীদের দায়ী করছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল ৪ টায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিনের লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন বাসার সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শুক্রবার দুপুরে আকস্মিক হামলা চালিয়ে সমাবেশ স্থলের স্টেজ ও চেয়ার-টেবিল ভাংচুর করে তারা চলে যায়।
সৃষ্ট ঘটনায়া বিএনপির নেতা- কর্মীরা ক্ষুব্ধ হয়ে যে কোন মূল্যে বিকেলে ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন