পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। গত মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার পর অনেকটা খোলসেই আবদ্ধ ছিলেন লিওনেল মেসি। তবে চলতি মৌসুমের শুরুতেই ভিন্ন রূপে এ তারকা। যেন পুরনো বার্সেলোনার মেসি হয়ে ফিরেছেন। সতীর্থদের সঙ্গে প্রাণবন্তভাবে হাসিমুখে দেখা যাচ্ছে তাকে। আর একই সঙ্গে প্রাণবন্ত পুরো পিএসজি। যেন মেসির হাসির সঙ্গে মিশে রয়েছে দলটি।
খুব বেশিদিন হয়নি পিএসজির কোচ হয়েছেন ক্রিস্টফে গাল্টিয়ার। দায়িত্ব পেয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসির। মৌসুমের শুরুতে মেসির স্বদেশী মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়েছেন এ কোচ। তবে প্রতিপক্ষ হিসেবে নিসের হয়ে গত মৌসুমে মোকাবেলা করেছিলেন মেসির। গতপরশু রাতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন পিএসজি কোচ। মেসিকে পরিচালনা করতে কেমন লাগে জানতে চাইলে বলেন, ‘আমি আশ্চর্য হয়নি কারণ আপনার যখন এমন রেকর্ড, এতগুলো ম্যাচ, এতো ট্রফি রয়েছে কারণ সে দুর্দান্ত ধরনের পেশাদার।’
তবে একটা জিনিস লক্ষ্য করেছেন এ কোচ। মেসি হাসলেই তার প্রভাব পুরো দলেই পড়ে। গাল্টিয়ারের ভাষায়, ‘সে সবকিছুই জিতেছে, শুধু বিশ্বকাপ ছাড়া তবে ক্লাব পর্যায়ে সে সবকিছু জিতেছে। সে ব্যক্তিগত পুরষ্কার জিতেছে কিন্তু সে সন্তুষ্ট নয়, এখনও অনেক দূরে। আমি মনে করি সে খুশি এবং লিও যখন হাসে, দল হাসে। সে সমবয়সীদের মধ্যে প্রশংসিত এবং প্রিয়।’ মেসির ব্যবহারেও দারুণ খুশি এ কোচ, ‘লিও সমস্ত অনুশীলন সেশন করে, সে জড়িত থাকে, সে হাসছে, সে তার সতীর্থদের সঙ্গে বিনিময় করে, সে আমাদের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং আমি তাকে মাঠে দেখতে, প্রতিদিন তাকে হ্যালো বলতে উপভোগ করি কারণ সে অনুসরণ করার উদাহরণ।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন