বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গুলশানে পাপন-সাকিবের জরুরি বৈঠক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৩:৫৮ পিএম | আপডেট : ৪:৪৪ পিএম, ১৩ আগস্ট, ২০২২

অবশেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানের মধ্যে বৈঠক শুরু। এশিয়া কাপের দল ও অধিনায়কত্ব ও বেটিং সাইটের সঙ্গে চুক্তির নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শনিবার দুপুর তিনটার দিকে বিসিবি প্রধানের গুলশানের বাসভবনে প্রবেশ করেন সাকিব। মূল জটিলতা তৈরি হয় সাকিব আল হাসান বেটিং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে। তাকে অধিনায়ক করার কথা থাকলেও এমন কাজের পর তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে।

বিসিবির কড়া হুঁশিয়ারির পর চুক্তি বাতিল করেছেন সাকিব। সরিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টও। আজ (শনিবার) সাকিবের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন পাপন। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।

এই বৈঠকে যোগ দিয়েছেন দুই নির্বাচন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাসার সুমন। এছাড়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও আছেন এই বৈঠকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন