বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের পরপরই শ্রাবনের পূর্ণিমার প্রবল পানির চাপে তলিয়ে গেছে পিরোজপুরের মঠবাড়িয়ার নি¤œাচলসহ বাস্তা-ঘাট, বসত বাড়ি ও ফসলের ক্ষেত। ৫/৬ ফুট পানির নিচে বিস্তিৃর্ণ ফসলের ক্ষেত যেন বিশাল নদি। ক্ষেতে পানিবদ্ধতার সৃষ্টি হলে ফসলের বড় ধরনের ক্ষতির আশংকা করছে কৃষকরা।
জানাযায়, গত ¤িœচাপের প্রভাবে ভারি বর্ষণ এবং পূর্ণিমার প্রবল জোয়ারের পানিতে গত ৫ দিন ধরে ২ শতাধিক হেক্টর আমন বীজ তলা তলিয়ে আছে। উপজেলার নি¤œাঞ্চল এবং বলেশ^র ও বিশখালী নদ তীরবর্তী খেতাছিড়া, কচুবাড়িয়া, ভোলমারা, বড় মাছুয়া, তুষখালী, ধানী সাফা, মিরুখালী ও দাউদখালী এলাকা লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাঠে কোন ফসল না থাকায়এখন পর্যন্ত ক্ষতির কোন আশংকা নাই তবে আরও ৪/৫ দিনে পানি না কমলে আমন বীজ তলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন