বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও গ্রামীণ খেলার আয়োজন করছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। আজ বিকাল তিনটায় মিরপুর পাইকপাড়ার মডেল একাডেমিতে চারটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই খেলা। ইভেন্টগুলো হলো- গোল্লাছুট, বৌ-চি, দড়িলাফ ও মোরগ লড়াই। ১৪০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন এই প্রতিযোগিতায়। যার মধ্যে ৮০ জন পুরুষ ও ৬০ জন নারী পদকের জন্য লড়বেন। এ তথ্য জানান কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন