শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৫:০৩ পিএম

তার বয়স মাত্র ২৭। ক্যারিয়ারের এই বয়সেই পাকিস্তানের হয়ে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি। যা অনেকে কল্পনাও করতে পারেনি। তিনি আর কেউ নন, বলছিলাম পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কথা। মাঠে বাইরে এবার সর্বোচ্চ সম্মাননা পেলেন বাবর আজম।


২০২৩ সালে ২৩ মার্চ ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি বাবরের হাত এ পুরস্কার তুলে দেবেন। বাবর ছাড়াও পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের নারী দলের অধিনায়ক বিসমা মারুফ ও দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জান। বিসমাহ মারুফকে ‘তমঘা-ই-পাকিস্তান’ ও মাসুদ জানকে দেয়া হবে ‘প্রাইড অব পারফরম্যান্স’ পুরস্কার।

পুরস্কারে ভূষিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছে। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে লেখা হয়েছে, ‘দেশের নাম উজ্জ্বল করার জন্য তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই।’

বাবর আজম এ মুহূর্তে শুধু পাকিস্তান ক্রিকেটই নয়, তিনি শাসন করছেন বিশ্ব ক্রিকেটকেই। ওয়ানডে ও টি-টোয়েন্টির আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন