জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে শহিদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যদের মতো এই দিবসকে ঘিরে নানা আয়োজন করে থাকেন ক্রীড়াঙ্গণের মানুষেরা। আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন সভাকক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের আহারের ব্যবস্থা করবে তায়কোয়ান্দো ফেডারেশন। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তায়কোয়ান্দোকারা। জানিয়েছেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ঢাকা আবাহনী, শুটিং স্পোর্টস ফেডারেশন, উশুসহ বিভিন্ন ফেডারেশন নানা আয়োজনে ব্যস্ত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন