শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কিউইদের বছরের প্রথম হারের তিক্ত স্বাদ দিল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের তেমন গুরুত্ব ছিল না। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল কিউইরা। তবে ম্যাচের ফলাফলে কোন প্রাভাব না রেখেও এদিন আলোচনায় মার্টিন গাপটিল। ১১৭ ইনিংস খেলা এই ডানহাতি ওপেনার এদিন বনে গেলেন আন্তর্জাতিক টি-২০ সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ৭ ইনিংস বেশি খেলে ৩৪৮৭ রান করা রোহত শর্মা মাত্র ১০ রান পিছিয়ে থেকে নিশ্বাস ছাড়ছেন তার ঘাড়ে। এই ম্যাচের টসের সময় লক্ষ্য করা যায় ভিন্ন নাটক। নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে বিশ্রামে রেখে টস করতে নামেন রোভম্যান পাওয়েল। সেøা পিচের সুবিধা নিতে এদিন আকিল হোসেনকে নেয়া হয় এবং ম্যাচে দারুন প্রভাব রাখেন এই বাঁহাতি স্পিনার। ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, প্রথম দুই ম্যাচে ১৮৫ ও ২১৫ রানের পাহাড় গড়া কিউইরা এদিন আটকে যায় ১৪৫ রানে। নিউজিল্যান্ডকে লরাই করার পুঁজি এনে দেন মূলত গ্লেন ফিলিপস। তার ২৬ বলে ৪১ রানের ইনিংসে বলার মতো সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। কিং। ব্রুকসের সঙ্গে ওপেনিং জুটিতে ৭৯ বলে ১০২ রান তোলেন কিং।
টি-টোয়েন্টিতে এটাই নিউজিল্যান্ডের বছরের প্রথম হার। অন্যদিকে এই ম্যাচটি জেতার আগে টানা ৫টি ম্যাচ হারে খাদের কিনারায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন