শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের নিষেধাজ্ঞায় সাফের ভাবনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) অন্যতম শক্তিশালী দল ভারত। গতকাল হঠাৎই ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে তারা। ঘটনাটি দক্ষিণ এশিয়ার ফুটবলে বেশ প্রভাব ফেলেছে। মাত্র সপ্তাহ দুয়েক আগে ভারত আয়োজন করেছিল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের। আগামী মাসে নেপালে নারী সাফ ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৭ সাফ টুর্নামেন্ট রয়েছে। এ দুই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞা বিদ্যমান থাকলে ভারতের অংশগ্রহণ সম্ভব হবে না। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কাল বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের ভার্চুয়াল ইসি সভা রয়েছে। সেখানে এ বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হবে। ইসিতে আলোচনার পরই আমরা আমাদের অবস্থান জানাবো।’ তবে জানা গেছে, সাফ ভারতের জন্য বেশি অপেক্ষা করবে না। খুব শীঘ্রই ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ভারতকে ছাড়াই আসন্ন দুই টুর্নামেন্ট আয়োজন করবে তারা। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানও এর আগে ফিফার নিষেধাজ্ঞায় ছিল। অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মাসে সাফ নারী ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে পাকিস্তান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন