শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতার বিশ্বকাপ টি স্পোর্টসে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের সবগুলো ম্যাচই দেখাবে টি স্পোর্টস। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান গতকাল বলেন, ‘দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে শুরু থেকেই আমরা ক্রীড়া বিশ্বের সব আলোচিত ইভেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়ে আসছি। এ ধারাবাহিকতায় কাতারের ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব পেতে আমরা আলোচনা চালিয়েছিলাম। টি স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের সহযাত্রী হিসেবে বেছে নেওয়ায় ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন