রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসাদের অপসারণ চায় না তুরস্ক : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১০:৩০ এএম

ইউক্রেন সফরে তার সাথে থাকা সাংবাদিকদের এরদোগান বলেন, 'আসাদকে পরাজিত করা বা না করার মতো কোনো ইস্যু আমাদের নেই।'
তিনি বলেন, উত্তর সিরিয়া এবং ফোরাত নদীর পূর্ব ও পশ্চিমে আমরা যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি, তার সবই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে।
সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদের সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে সপ্তাহব্যাপী গুঞ্জনের মধ্যে এরদোগান বলেন, ওই অঞ্চলের 'খেলা' বন্ধে দামেস্কের সাথে আমাদের একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সিরিয়া সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে না তুরস্ক।
এরদোগান বলেন, তিনি তেহরান ও সিরিয়ার সাথে কাজ করতে চান। তবে ইরানের অন্য পরিকল্পনা থাকায় তা করতে পারছেন না। সূত্র : মিডলইস্ট আই

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২০ আগস্ট, ২০২২, ১২:২০ পিএম says : 0
টার্কির প্রেসিডেন্ট কি ধরনের মানুষ আসাদ গণহত্যা চালিয়েছে বল ধর্ষণ চালিয়েছে মানুষের করে জঘন্যতম টর্চার করেছে লক্ষ্য লক্ষ্য লক্ষ্য বাড়িঘর সব বোম দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কোটি কোটি সিরিয়াল সুন্নি মুসলিম যদি হয়ে গেছে আর তুমি বলছো আসাদকে ক্ষমতা থেকে সোনা কত বড় পাষাণ ভোমরা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন