দেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মাহিদুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার গড়া ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এক স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে অভিনেতা নির্দেশক নাট্যকার সৈয়দ মহিদুল ইসলাম নির্দেশিত ‘পিছু ডাক’ নাটকের মঞ্চায়ন করবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। শরদিন্দু বন্দোপাধ্যায়ের মুল গল্প অবলম্বনে ‘পিছু ডাক’ নাটকটি নির্মিত হয়েছে। এছাড়াও মনোজমিত্রের রচনা এবং সাইফুল ইসলাম সোহাগের নির্দেশনায় ‘পাখি’ নাটকের মঞ্চায়ন করবে দলটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর বর্তমান সভাপতি সৈয়দা নওশীন ইসলাম দীশা। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে সাইফুল ইসলাম সোহাগ। উল্লেখ্য, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটকে প্রথমসারির একজন ছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার নির্দেশক ও সংগঠক ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যদল এ পর্যন্ত ৪৪টি প্রযোজনার ৫ শতাধিক মঞ্চায়ন করেছে। তার মেয়ে সৈয়দা নওশীন ইসলাম দিশা দলটি পরিচালনা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন