শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আসন্ন ফুটবল মৌসুমে এলিটা কিংসলে আবাহনীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৮:২৬ পিএম

দীর্ঘ দিন ধরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলা নাইজেরিয়ান বংশদ্ভুত বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলে এখন ঢাকা আবাহনী লিমিটেডের। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরার তাবু ছেড়ে কিংসলে পাড়ি জমিয়েছেন ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর ডেরায়। যদিও কেবল আনুষ্ঠানিকতাটুকু বাকি। জানা গেছে, বর্তমানে নিজের জন্মভূমি নাইজেরিয়াতে রয়েছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। বাংলাদেশে নাইজেরিয়ান কিংসলের পথচলা শুরু ২০১০ সালে আরামবাগ ক্রীড়া সংঘের হযে। বাংলাদেশি পরিচয়ে বসুন্ধরা কিংসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন। গোলসংখ্যাও ২০। এরমধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রয়েছে ৬ গোল। অবশ্য অধিকাংশ সময় বদলি খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দলে তার খেলার সম্ভাবনা জোরালো হলেও এখন পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে খেলা হয়নি এলিটা কিংসলের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন