বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দৈনিক ১০০-১৫০ ছক্কা হাঁকাচ্ছেন পাকিস্তানি ব্যাটার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১:৪৩ পিএম

ক্যারিয়ার এখনও খুব বেশি লম্বা হয়নি, তবে এর মাঝেই নিজেকে বিগ হিটার হিসেবে পরিচয় করিয়েছেন আসিফ আলী। আসছে এশিয়া কাপেও নিজের এই ধারা বজায় রাখতে চান পাকিস্তানি ব্যাটার। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

আসিফ জানান, তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান প্রায় ১০ এর ওপর ওভার প্রতি দরকার হয়। তাই অনুশীলনে বিগ হিটিংয়ের ওপর নজর দিতে হয় তাকে।

৩০ বছর বয়সী আসিফ বলেন, ‘আমি যখন ব্যাট করতে আসি তখন দলের ওভার প্রতি ১০ রান এর ওপর প্রয়োজন হয়। এ সময় আপনাকে বড় শট খেলতে হবে এবং এর জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আমি প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারি, যাতে করে ম্যাচে ৪ থেকে ৫টি ছক্কা হাঁকাতে পারি।’


২০১৮ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হওয়া আসিফ ৩৯ ম্যাচে ৪৩৫ রান করেছেন। যেখানে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৩৩.৮৪।

৩০ বছর বয়সী আসিফ বলেন, ‘আমি যখন ব্যাট করতে আসি তখন দলের ওভার প্রতি ১০ রান এর ওপর প্রয়োজন হয়। এ সময় আপনাকে বড় শট খেলতে হবে এবং এর জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আমি প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারি, যাতে করে ম্যাচে ৪ থেকে ৫টি ছক্কা হাঁকাতে পারি।’


২০১৮ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হওয়া আসিফ ৩৯ ম্যাচে ৪৩৫ রান করেছেন। যেখানে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৩৩.৮৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন