ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশেষ শিশু-কিশোরদের জেলা ভিত্তিক গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে এবং প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার (প্রশিসেস) ব্যবস্থাপনায় মাদারীপুর জেলা সদরে অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী ক্রীড়া উৎসব। প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে, ওই সব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে জেলা পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এবং মাদারিপুরের প্রশিসেস। ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের বিশেষ শিশু-কিশোররা অংশ নেবে। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তার। এ সময় ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন